নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মূল্য সংযোজন কর, ঢাকা
নিরীক্ষা
নিয়মিত নিরীক্ষা: এ দপ্তরের চার্টার অব ফাংশন অনুযায়ী ত্রৈমাসিক ভিত্তিতে নিয়মিত নিরীক্ষা পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন।
বিশেষ নিরীক্ষা : জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশে এবং গোয়েন্দা তথ্য ও রিস্ক এনালাইসিস এর ভিত্তিতে বিশেষ নিরীক্ষা সম্পাদন করা।
গোয়েন্দা তথ্যাবলী
১। গোপন সংবাদ দাতা (সোর্স) এর মাধ্যমে সংগৃহীত তথ্য।
২। নিজস্ব জনবলের মাধ্যমে প্রাপ্ত তথ্য।
৩। পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে সংগৃহীত তথ্য।
৪। ব্যক্তি বিশেষের গোপন অভিযোগপত্র।
৫। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক সুনির্দিষ্ট প্রতিষ্ঠান তদন্তের নির্দেশ।
তদন্ত
১। গোয়েন্দা তথ্য ও অভিযোগ পর্যালোচনা।
২। প্রাথমিক অনুসন্ধানের মাধ্যমে সত্যতা নিরুপণ।
৩। সত্যতা প্রাপ্তি সাপেক্ষে এ দপ্তরের তদন্ত দল সরেজমিনে প্রতিষ্ঠানে প্রেরণ করে রাজস্ব ফাঁকি সংশ্লিষ্ট দলিলাদি জব্দকরণ ও রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন।
৪। জব্দকৃত ও সংগৃহীত তথ্যাদি যাচাই বাছাইয়ের মাধ্যমে রাজস্ব ফাঁকি ও প্রকৃত করদায়িতা নিরূপণ।
টহল
তাৎক্ষণিক কর (মূসক) ফাঁকি প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা।
প্রতিবেদন চুড়ান্তকরণ
নিরীক্ষা ও তদন্ত সংশ্লিষ্ট মূসক ফাঁকির চুড়ান্ত প্রতিবেদন সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটে প্রেরণ, কমিশনার কর্তৃক প্রতিষ্ঠানের বক্তব্য গ্রহণপূর্বক দাবি চুড়ান্তকরণ।
কার্যপদ্ধতি
এ দপ্তরের নিরীক্ষা/তদন্ত সংক্রান্ত কার্যক্রম নিম্নোক্ত আইন ও বিধি পরিপালনপূর্বক সম্পন্ন করা হয়ঃ
জাতীয় রাজস্ব বোর্ড এর সাধারণ আদেশ নং-09/মূসক/99/181; তাং- 10/06/1999;
জাতীয় রাজস্ব বোর্ড এর নির্দেশনা পত্র নং-০৮.০১.০০০০.০৭৭.০০৪. ০০৫.১৭/959; তাং- 30/06/2021;
বিদ্যমান মূল্য সংযোজন কর আইন ও বিধিমালা;
জাতীয় রাজস্ব বোর্ডের মূল্য সংযোজন কর, নিরীক্ষা (অডিট) ম্যানুয়াল।