Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ ফেব্রুয়ারি ২০২২

মহাপরিচালকের জীবন বৃত্তান্ত

 

 

ড. মইনুল খান 

মহাপরিচালক,

নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর, ঢাকা।

 

জনাব ড. মইনুল খান, মহাপরিচালক, মুসক গোয়েন্দা হিসেবে ০৯ জুলাই, ২০২০ খ্রি. তারিখে যোগদান করেন। ইতোপূর্বে তিনি ঢাকা পশ্চিম, কাস্টমস ভ্যালুয়েশন, কাস্টমস গোয়েন্দা ও খুলনা কমিশনারেটে কৃতিত্বের সাথে কমিশনারের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জাতীয় রাজস্ব বোর্ডের অন্যান্য দপ্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৪ সালের ২৫ এপ্রিল বাংলাদেশ সিভিল সার্ভিস (BCS (Customs and Excise), 13th BCS) এ যোগদান করেন।

 

জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন পর্যায়ে বিস্তৃত জ্ঞানভিত্তিক এবং অভিজ্ঞতা অর্জনের সাথে সাথে তিনি প্রতিটি পর্যায়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। ০২ এপ্রিল, ২০১৩ খ্রি. তারিখে তিনি খুলনা কমিশনআরেটে প্রথম কমিশনার  হিসেবে দায়িত্ব পালন করেন। 

 

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে (International Relations) স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি MBA(Business),  University of Queensland (Australia) থেকে, Master's(Public Finance), Graduate Institute fore Policy Studies (GRIPS), Japan থেকে এবং সর্বশেষ Doctor of Philosophy (PhD) সম্পন্ন করেন Macquarie University, Australia থেকে। তিনি কৃতিত্বের সাথে PhD সম্পন্ন করেন International Security and Counter Terrorism বিষয়ে এবং PhD Award প্রাপ্ত হন। 

পেশাগতভাবে জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন দপ্তরে Assistant Commissioner, Second Secretary, Deputy Commissioner, Joint Commissioner, Additional Commissioner, Commissioner ও Director General হিসাবে দায়িত্ব পালন করেন। জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালনকালে তিনি রাজস্ব আহরণ ও ভ্যাট ও সম্পূরক শুল্ক আইন বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেন। 

 

সিভিল সার্ভিসে যোগদানের পরে, জনাব ড মইনুল খান দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছেন। সরকারি দায়িত্বের অংশ হিসাবে তিনি দেশে-বিদেশে বিভিন্ন আলোচনা সভা, কর্মশালা, শীর্ষ সম্মেলন ও সেমিনারে অংশ নিয়েছেন।

 

জনাব ড মইনুল খান বরিশাল জেলার মুলাদি উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। 


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon